National

ধেয়ে আসছে ভরদা, অন্ধ্রে শুরু প্রবল বৃষ্টি

Published by
News Desk

আন্দামানে তাণ্ডব চালিয়ে এবার তার লক্ষ্য অন্ধ্রপ্রদেশ। আর সেই লক্ষ্যেই ছুটে আসছে ঘূর্ণিঝড় ভরদা। পাকিস্তানের নাম দেওয়া ভরদা রবিবার দুপুরে অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে ৭০০ কিলোমিটার ও চেন্নাই থেকে ৬৬০ কিলোমিটার দূরে ছিল। ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে স্থলভূমির দিকে ছুটছে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। আর তার জেরে রবিবার থেকেই অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ক্রমশ তেজ বাড়াচ্ছে বৃষ্টি। আকাশ মেঘাচ্ছন্ন। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও ধীরে ধীরে বাড়ছে। আবহবিদদের হিসাব অনুযায়ী ভরদা আগামী সোমবার বিকেলে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। তবে যতক্ষণে তা স্থলভূমির কাছ পর্যন্ত পৌঁছবে, ততক্ষণে ভরদা তার শক্তি অনেকটাই ক্ষয় করবে বলে ধারণা আবহবিদদের। ফলে ঝড়ের গতি থাকবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার মত। সঙ্গে থাকবে প্রবল বৃষ্টি। ভরদার প্রভাব পড়বে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলেও। তবে অন্ধ্রের মত এতটা ব্যাপকভাবে নয়। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমকেও।

 

Share
Published by
News Desk