National

ফের ভাঙল ব্রিজ, মৃত ৫

Published by
News Desk

অন্তত ৫ জনের মৃত্যু হল ও ৩০ জন আহত হলেন ভয়াবহ ব্রিজ দুর্ঘটনায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের বাইরে একটি ফুটব্রিজ ভেঙে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা। এই নিয়ে গত ১৮ মাসে মুম্বই শহরে তৃতীয় ফুটব্রিজ ভেঙে পড়ল।

বৃহস্পতিবারের দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট নাগাদ। মুম্বই পুরসভার বিপর্যয় নিয়ন্ত্রণ দফতরের বক্তব্য অনুযায়ী সন্ধ্যাবেলা কাজ সেরে ঘরে ফেরা মানুষদের অতিরিক্ত বোঝার ভার নিতে পারেনি ব্রিজটি। ধারণক্ষমতার অতিরিক্ত মাত্রার ওজনের ফলেই ব্রিজটি ভেঙে পড়ে বলে জানিয়েছে পুরসভা।

ভেঙে পড়া ফুটব্রিজ, ছবি – আইএএনএস

ব্রিজটি সিএসটি সাবার্বান প্ল্যাটফর্ম নম্বর ১ ও বিটি লেনের মধ্যে যোগসূত্র ছিল। নিত্যযাত্রীরা স্টেশনে পৌঁছে লোকাল ট্রেন ধরার জন্য ব্রিজটি ব্যবহার করতেন। আহতদের সিয়ন হাসপাতাল, সেন্ট জর্জ হাসপাতাল ও জিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিনের দুর্ঘটনার পর গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৭ সালে মুম্বইয়ের এলফিনস্টোন রোড রেলস্টেশনে ফুটব্রিজ ভেঙে পড়ে। দিনটি ছিল ২৯ সেপ্টেম্বর। ঘটনায় প্রাণ হারান ২৯ জন পারাপারকারী।

এরপর গত বছরের ৩ জুলাই আন্ধেরি স্টেশনের কাছে রেললাইনের ওপরই একটি ফুটব্রিজের অংশ ভেঙে পড়ে। ঘটনায় প্রাণ হারান অন্তত ১ জন। বেশ কয়েকজন আহত হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk