National

বাথরুমে ঢুকতেই বাইরে থেকে তালা, নাটকীয়ভাবে বন্দি লেপার্ড

বৃহস্পতিবার সকাল। তখন ঘড়িতে ৮টা হবে। সে সময়ে দিল্লির কাছে গুরুগ্রামের একটি গ্রামে ঢুকে পড়ে একটি লেপার্ড। লেপার্ড নজরে পড়তেই গোটা গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজকর্ম লাটে ওঠে। গ্রামবাসীরা তখন সকলেই ঘরে আশ্রয় নিতে ব্যস্ত। কীভাবে লেপার্ডের হাত থেকে বাঁচা যায় তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়।

গ্রামে কিছুক্ষণ পায়চারি করে অবশেষে লেপার্ডটি গিয়ে ঢোকে ওই গ্রামেরই প্রাক্তন সরপঞ্চ অর্থাৎ গ্রাম প্রধানের বাড়িতে। বাড়িতে ঘুরতে ঘুরতে লেপার্ডটি গিয়ে ঢোকে বাথরুমে। আর যেই না বাথরুমে ঢোকা, তখনই সাহস করে ওই বাথরুমের দরজা টেনে তালা বন্ধ করে দেন বাড়ির লোকজন। লেপার্ড বন্দি হয়ে পড়ে বাথরুমের মধ্যেই।

বাথরুমে লেপার্ড বন্দি হওয়ার পর কিছুটা আতঙ্কমুক্ত হয়ে গ্রামবাসীরা দ্রুত পুলিশ ও বন দফতরে খবর দেন। প্রসঙ্গত গুরুগ্রামে লেপার্ড জনবসতিতে ঢুকে পড়া নতুন নয়। আগেও এই ঘটনা ঘটেছে। এদিকে লেপার্ড আতঙ্কে এদিন ওই গ্রাম সহ আশপাশের জনজীবন ব্যাহত হয়। অনেকেই খবর জানার পর বাড়ি থেকা বার হওয়ার সাহস দেখাননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *