National

জঙ্গলে মিলিয়ে গেল ৩ জন, থান্ডারবোল্টের গুলিতে মৃত ১ মাওবাদী

Published by
News Desk

বিশাল রিসর্ট। তার পিছনে গহন অরণ্য। কেরালার ওয়ানাড এলাকার এই রিসর্টেই গত বুধবার সন্ধেয় হাজির হয় ৪ ব্যক্তি। সেখানে হাজির হয়ে তারা রিসর্ট কর্তৃপক্ষের কাছে খাবার ও টাকা দাবি করে। এমন হুমকি পাওয়ার পরই রিসর্ট থেকে পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত সেখানে হাজির হয় কেরালা পুলিশের বিশেষ বাহিনী থান্ডারবোল্ট। যাদের মাওবাদীদের দমন করতেই আলাদা করে তৈরি করা হয়েছে।

গোটা রিসর্ট ঘিরে ফেলেন থান্ডারবোল্টের কর্মী ও আধিকারিকরা। বিষয়টি টের পায় ভিতরে ঢুকে খাবার ও টাকা চাওয়া ৪ মাওবাদী। রাত ৮টা নাগাদ শুরু হয় মাওবাদীদের সঙ্গে থান্ডারবোল্টের গুলির লড়াই। যা মধ্যরাত পর্যন্ত চলেছে। অবশেষে গুলির লড়াই থামে। রিসর্টে ঢুকে থান্ডারবোল্টের কর্মীরা দেখেন এক মাওবাদী গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। বাকিরা পলাতক।

পুলিশ জানাচ্ছে, বাকি ৩ মাওবাদী রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে রিসর্টের পিছনের ঘন অরণ্যে ঢুকে মিলিয়ে যায়। তাদের মধ্যে সিপি জালিল নামে এক মাওবাদী গুলিবিদ্ধ হওয়ায় পালাতে পারেনি। পরে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকা জুড়ে মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk