National

১২ ক্লাসের পরীক্ষা দিতে দিতেই মৃত্যু হল ১ ছাত্রের

Published by
News Desk

১২ ক্লাসের পরীক্ষা বলে কথা! গুরুত্ব অপরিসীম। সেই পরীক্ষা চলছিল পরীক্ষা হলে। সব ছাত্রই প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত। আচমকা তাদের মধ্যেই ১ ছাত্র ঢলে পড়ে তার আসনে।

সকলে ছুটে আসেন। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়। ঘটনায় যেমন সকলে অবাক, তেমনই শোকাহত।

শনিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সেকেন্দরাবাদের ইয়েলারেড্ডিগুডা এলাকার শ্রী চৈতন্য কলেজে। মৃত ছাত্রের নাম গোপী রাজু। বয়স ১৬ বছর।

এখন তেলেঙ্গানা জুড়েই চলছে ১১ ও ১২ ক্লাসের ইন্টারমিডিয়েট পাবলিক পরীক্ষা। এই পরীক্ষা দিতেই পরীক্ষা হলে গিয়েছিল গোপী রাজু। পরীক্ষা দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পরীক্ষা দেওয়ার সময়ই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর আর বাঁচার কোনও সুযোগ ছিলনা। জীবনের এক অন্যতম পরীক্ষার মাঝেই অকালে শেষ হয়ে গেল এক কিশোরের জীবন। এ ঘটনা অবশ্যই মর্মান্তিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk