National

হাসপাতাল থেকে বার হওয়ার সময় গুলি, গ্রেফতার বন্দুকবাজ

Published by
News Desk

হাসপাতালের রোগীর সঙ্গে দেখা করার একটা নির্দিষ্ট সময় থাকে। কিন্তু সেই সময় পার করে গাইনোকোলজি বিভাগে ঢোকার চেষ্টা করাতে সুরক্ষাকর্মীদের সঙ্গে ঝগড়া লাগে এক ব্যক্তির। তবু জোর করেই সে হাসপাতালে ঢোকে। পরে বার হওয়ার সময় কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে বন্দুক বার করে সুরক্ষাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি গিয়ে লাগে পাশে থাকা অন্য এক ব্যক্তির গায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাঁর আঘাত গুরুতর। হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি।

গুলি চালানোর পর আর সময় নষ্ট না করে সেখান থেকে চম্পট দেয় টি চিংলেম্বা নামে ওই বন্দুকবাজ। তবে পুলিশ দ্রুত তাকে পাকড়াও করতে সক্ষম হয়। ১ ঘণ্টার মধ্যেই পুলিশের কব্জায় আসে চিংলেম্বা। শুক্রবার মণিপুর বিধানসভায় একথা জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ। মণিপুরের রাজধানী শহর ইম্ফলের রিজিওনাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বিখ্যাত সরকারি হাসপাতাল। সেখানেই ঘটনাটি ঘটে। ঘটনাটি সম্বন্ধে মুখ্যমন্ত্রী বিস্তারিত জানান শুক্রবার। বিধানসভায় সব বিধায়কের সামনে ঘটনাটি জানান তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk