National

কলকাতার ডাক্তারের দেহ মিলল ঝাড়খণ্ডের গ্রামে

Published by
News Desk

গত বৃহস্পতিবার রাতে গিয়েছিলেন একজন রোগীকে দেখতে। তারপর আর বাড়ি ফেরেননি। কোনওভাবে তাঁকে যোগাযোগও করা যায়নি। পরে তাঁর দেহ পাওয়া যায় কাছের একটি গ্রামে। কেন ওই চিকিৎসককে হত্যা করা হল তা পুলিশের কাছে পরিস্কার নয়। তবে এটা পুলিশের কাছে পরিস্কার যে তাঁকে হত্যা করা হয়েছে।

কলকাতার বাসিন্দা ছিলেন পেশায় চিকিৎসক অসিত মালাকার। ঝাড়খণ্ডে গিয়েছিলেন চিকিৎসক হিসাবে। কিন্তু একজন চিকিৎসককে কে বা কারা মারল বা তারা কেনই বা মারবে তা এখনও পরিস্কার নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সিমদেগা জেলার কোনমেজরা গ্রামে। শুক্রবার সকালে চিকিৎসক অসিত মালাকারের দেহ পাওয়া যায়। দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান ওই চিকিৎসককে প্রথমে ব্যাপক মারধর করা হয়। তারপর তাঁকে হত্যা করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk