National

৫০০ বাসের প্যারেড, গিনেস বুকে যোগী সরকার

Published by
News Desk

লাইন দিয়ে একের পর এক দাঁড়িয়ে একটা দুটো নয়, মোট ৫০০টি বাস। সাপের লেজের মত আঁকা বাঁকা রাস্তায় যতদূর দেখা যায় শুধুই বাসের সারি। শেষ কোথায় ভাল করে দেখা যায়না। সব বাসের রং একটাই। গেরুয়া রঙের উত্তর প্রদেশ স্টেট ট্রান্সপোর্টের এই বাসগুলি বৃহস্পতিবার বিশ্বরেকর্ড গড়ল। ৫০০ বাসের প্যারেড করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।

শাসন টোল থেকে নবাবগঞ্জ টোল প্লাজা। প্রয়াগরাজের এই ৩.২ কিলোমিটার পথ এদিন একসঙ্গে শুরু করে একসঙ্গে শেষ করল এই ৫০০টি বাস। এক গতি ধরে রেখে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে প্যারেড করল তারা। বহু মানুষ অবাক হয়ে দেখলেন এই বিস্ময়। এর আগে আবু ধাবিতে ৩৯০টি বাসের প্যারেড ছিল রেকর্ড। সেই রেকর্ড এদিন চুরমার করে দিল এই ৫০০ বাসের প্যারেড।

কিন্তু কেন এই উদ্যোগ? এখন চলছে কুম্ভমেলা। সেই কুম্ভমেলা উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাকে কতটা সুশৃঙ্খলভাবে চালনা করা হয়েছে বা হচ্ছে তা সকলের সামনে তুলে ধরতেই এই বাসের প্যারেড। কুম্ভমেলা উপলক্ষে কুম্ভ নগরের ১ হাজার ৩০০ হেক্টর জমি শুধু ব্যবহার করা হয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। কোটি কোটি মানুষ এই কুম্ভে উপস্থিত হচ্ছেন। সেখানে যানবাহনের শৃঙ্খলা জরুরি। আর সেই শৃঙ্খলা যে কতটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে তাই এদিন প্যারেডের মধ্যে দিয়ে তুলে ধরল উত্তরপ্রদেশ সরকার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk