National

গহন জঙ্গলে গুলির লড়াই, মৃত মাও নেতা

Published by
News Desk

মাওবাদী সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি নিষিদ্ধ সংগঠন। ঝাড়খণ্ড সহ বেশ কিছু রাজ্যে এই মাওবাদী দৌরাত্ম্য এখনও অব্যাহত। ঝাড়খণ্ডের গহন জঙ্গলে মাওবাদীদের ডেরা থাকায় সেখানে সিআরপিএফ ও পুলিশ যৌথভাবে বিভিন্ন সমেয় অপারেশন চালায়। গুলির লড়াইও হয়। তেমনই একটি ঘটনায় এক প্রথমসারির মাওবাদী নেতাকে গুলি করে মারল পুলিশ।

ঝাড়খণ্ডের রামগড় জেলার তুন্দি জঙ্গলে বৃহস্পতিবার মাওবাদীদের সঙ্গে ঝাড়খণ্ড পুলিশের গুলির লড়াই শুরু হয়। সেই গুলির লড়াইয়ে মাওবাদী কমান্ডার বাজিরাম মাহাতোর গুলি লাগে। ঘটনাস্থলেই মারা যায় সে। একে বড় সাফল্য হিসাবেই দেখছে ঝাড়খণ্ড পুলিশ।

নিহত মাও কমান্ডার বাজিরামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অপহরণ করে পণবন্দি করা ও তারপর মোটা অঙ্কের পণ চাওয়ার অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগকে সামনে রেখে বহুদিন ধরেই বাজিরামকে খুঁজছিল পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk