National

লেকের জলে ডুবে মৃত ৪ কলেজ ছাত্র

Published by
News Desk

বন্ধুর জন্মদিন। তাই প্রায় ২০ জন বন্ধু মিলে তার জন্মদিন পালন করছিলেন। জন্মদিন পালন হচ্ছিল তেলেঙ্গানার বীরভদ্র মন্দিরে। প্রত্যেকেরই বয়স ২০ বছর। সদ্য তরুণদের খুশির সীমা ছিলনা। বার্থডে বয় চাকরালা প্রবীণকে নিয়ে আনন্দের মাঝেই তাল কাটে সমীর নামে তাঁদেরই এক বন্ধুর জলে পড়ে যাওয়া।

মন্দির সংলগ্ন লেকে হাত ধুচ্ছিলেন সমীর। আচমকাই টাল সামলাতে না পেরে জলে পড়ে যান তিনি। তাঁকে বাঁচাতে ভবানী প্রসাদ, মহেন্দ্র সিমলা ও বার্থ ডে বয় চাকরালা প্রবীণ লেকের জলে ঝাঁপ দেন। কিন্তু সমীরকে তো তাঁরা বাঁচাতে পারেনইনি। বরং তাঁরা নিজেদের জীবনও বাঁচাতে পারেননি। জলে ডুবে মৃত্যু হয় ৪ জনের। জন্মদিনেই মৃত্যু হয় চাকরালার।

প্রতীকী ছবি

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সূর্যপেত জেলার কোদাদ জেলায়। পুলিশ দেহগুলি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্য বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk