National

শুকনো ঘাস থেকে আগুন, পুড়ে ছাই ৩০০ গাড়ি

Published by
News Desk

বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার বেসে ৫ দিন ব্যাপী এরো ইন্ডিয়া শো-তে দুর্ঘটনা পিছু ছাড়ছে না। এই এয়ার শো শুরু হওয়ার আগের দিনই ২টি ভারতীয় যুদ্ধ বিমান আকাশেই মহড়া দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়়ে। সেখানে ১ পাইলটের মৃত্যু হয়। এরপর এয়ার শো শুরু হয়। শোয়ের চতুর্থ দিন ছিল গত শনিবার। শনিবার এয়ার শো-এর জন্য তৈরি পঞ্চম গেটের পাশে বিশাল পার্কিং লটে আগুন লাগে। বেলা সাড়ে ১২টা নাগাদ পার্কিং লটে আগুন লাগার কথা ঘোষণা করা হয়। তবে জানানো হয় একটি ছোট আগুন লেগেছে।

পরে ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন হাজির হয়। আগুন দ্রুত ছড়ায়। দমকলের তরফে জানানো হয় শুকনো হাওয়ার দাপট থাকায় আগুন ছড়াতে সময় নেয়নি। প্রায় ১৫০ জন দমকল কর্মী প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কোনও গাড়িকে রক্ষা করা যায়নি। ৩০০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। যদিও কোনও হতাহতের খবর নেই। ঠিক কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকলের প্রাথমিক ধারণা শুকনো ঘাস থেকে আগুন ছড়ায়।

ধোঁয়া দেখা যাচ্ছে পার্কিং লটের অন্য দিক থেকেও, ছবি – আইএএনএস

রবিবার দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। এদিকে কর্ণাটক সরকারের তরফে প্রতিটি গাড়ির মালিকের বীমার দাবিদাওয়া খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk