National

চা বাগানে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ১৩৩

Published by
News Desk

রাতের অন্ধকারে চা বাগানে বসে মদ্যপান করছিলেন অনেকে। মদ্যপানের পরই তাঁরা অসুস্থ বোধ করতে শুরু করেন। হাসপাতালে নিয়ে গেলে একের পর এক মৃত্যু ঘটতে থাকে। গত বৃহস্পতিবার রাতে ঘটা এই ঘটনায় রবিবার সকাল পর্যন্ত ১৩৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এখনও প্রায় ২০০ জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানাচ্ছে, এছাড়াও আশপাশের এলাকা থেকে কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে।

গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে অসমের গোলাঘাট জেলার শালমিরা টি এস্টেট চা বাগানের মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, এখানে অনেকেই বৃহস্পতিবার রাতে মদ্যপান করেন। সকলে একই মদ বিক্রেতার কাছ থেকে মদ কেনেন। তাঁদের দাবি, মদ্যপানের পরই অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অনেককে হাসপাতালে পাঠানো হয়। অসমের গোলাঘাট ও জোরহাটের হাসপাতালে চিকিৎসাধীন ২০০ জন।

অসমের এই বিষমদ কাণ্ডের পর তদন্তে নেমে এখনও পর্যন্ত চোলাই মদ বিক্রি ও তৈরির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চোলাইয়ের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনও হাতে পায়নি পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk