National

প্লাস্টিক পলিমারের নোট তৈরিতে উদ্যোগী কেন্দ্র

Published by
News Desk

কাগজি নোটকে অতীত করে দেশে প্লাস্টিক নোট চালু করার পরিকল্পনা প্রথম নিয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। ২০১৪ সালে নেওয়া সেই উদ্যোগে ১০ টাকার প্লাস্টিক নোট পরীক্ষামূলকভাবে দেশের ৫টি শহরে চালুর কথা ঘোষণাও করে দিয়েছিল কেন্দ্র। ভৌগলিক দিক থেকে একেবারে ভিন্ন সত্ত্বার পাঁচ শহর কোচি, ভুবনেশ্বর, জয়পুর, মহীশূর ও সিমলায় এই নোট চালুর করার কথা প্রায় ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সে বছরই লোকসভা নির্বাচনে হারের পর সব পরিকল্পনা বিশ বাঁও জলে চলে যায়। সেই পরিকল্পনাই এবার ফের নতুন করে চাড়া দিল। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল শুক্রবার সংসদে জানান, কেন্দ্র দেশে প্লাস্টিক নোট ছাড়তে উদ্যোগী হয়েছে। প্লাস্টিকও পলিমারকে মিশিয়ে এক বিশেষ পদ্ধতিতে নোট তৈরি হবে। প্রথমে পরীক্ষামূলকভাবেই বাজারে তা ছাড়া হবে। এই নোট তৈরি করতে যা কিছু লাগে তাও যোগার করা শুরু হয়ে গেছে। প্রসঙ্গত বিশ্বের ১৪টি দেশে ইতিমধ্যেই প্লাস্টিক নোটের ব্যবহার রয়েছে। অস্ট্রেলিয়ায় প্রথম শুরু হয় প্লাস্টিক নোটের ব্যবহার।

 

Share
Published by
News Desk