ফাইল : উত্তর প্রদেশ পুলিশের ডিজি ওপি সিং, ছবি - আইএএনএস
পুলওয়ামায় জঙ্গি হানার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সেই জঙ্গি সংগঠনের ২ সদস্য সন্দেহে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হল ২ যুবক। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড এই ২ জনকে পাকড়াও করে।
উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা থেকে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ওপি সিং। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের ১ জন শাহনওয়াজ কাশ্মীরের কুলগামের বাসিন্দা। অন্যজন আকিব কাশ্মীরের পুলওয়ামা জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু কার্তুজও। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)