National

উল্টে গেল ট্রাক, পিছনে ধাক্কা মারল বাস, মৃত ৭

Published by
News Desk

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে। ব্যস্ত রাস্তা। এই পথ ধরেই নিত্য হাজার হাজার গাড়ির যাতায়াত। বৃহস্পতিবার সকালে ওই রাস্তা ধরে ছুটে যাচ্ছিল একটি পাইপ বোঝাই ট্রাক। উন্নাও-এর রানিখেদা গ্রামের কাছে এক্সপ্রেসওয়ের ওপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। চালকের হাতের বাইরে গিয়ে ট্রাক যায় উল্টে। আর বোঝাই পাইপ মুহুর্তে ছড়িয়ে পড়ে রাস্তায়।

ট্রাকের ঠিক পিছনেই ছিল একটি বিহারগামী যাত্রী বোঝাই বাস। গতিতে থাকা বাসের চালক এমন আচমকা রাস্তায় পাইপ ছড়িয়ে পড়তে দেখে সেগুলিকে কাটানোর চেষ্টা করেন। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যাওয়া ট্রাকের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। দুমড়ে যায় বাসের সামনের অংশ।

পুরো ঘটনাটি ঘটে চোখের নিমেষে। দ্রুত আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। ট্রাক ও বাসের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ২টি গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে। সব মিলিয়ে ৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাসের আহত যাত্রীদের উদ্ধার করে লখনউয়ের হাসপাতালে পাঠানো হয়।

উল্টে যাওয়া ট্রাকের চালক ঘটনার পর থেকে পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার জেরে ব্যস্ত রাস্তায় সকালে যানজটের সৃষ্টি হয়। বেলার দিকে ফের স্বাভাবিক হয় যান চলাচল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk