National

দুর্ঘটনায় মৃত বাবা-মা-ঠাকুমা, বেঁচে গেল ছোট্ট ছেলেটা

Published by
News Desk

রাত তখন প্রায় ১টা। এক ভয়ংকর দুর্ঘটনার খবর এসে পৌঁছয় পুলিশের কাছে। এক গাড়ি চালক ফোন করে পুলিশকে খবর দেন। একটি বালি বোঝাই ডাম্পার ওই মধ্যরাতে দিল্লির রোহিনী এলাকায় একটি জায়গায় ইউ টার্ন নিচ্ছিল। কিন্তু ইউ টার্ন নিতে গিয়ে গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান চালক। ভারসাম্য হারায় ডাম্পারটি। তারপর উল্টে যায়। ঠিক সেই সময় ডাম্পারটির পাশে পড়ে যায় একটি অডি গাড়ি। গাড়িটির ওপরই উল্টে যায় ডাম্পারটি।

অডিতে একই পরিবারের ৪ জন ছিলেন। তাঁদের মধ্যে ৩ জন ২৯ বছরের সুমিত, তাঁর স্ত্রী বছর ২৭-এর রুচি ও সুমিতের মা ৫৯ বছরের রিতুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ সুমিত ও রুচির ৩ বছরের ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করতে সমর্থ হয়। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

প্রতীকী ছবি

দুর্ঘটনা ঘটার পর ডাম্পারের চালক সেখান থেকে চম্পট দেয়। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। একই পরিবারের ৩ জনের মৃত্যু ও ছোট্ট ছেলেটির ভবিষ্যতের কথা ভেবে অনেকেই গভীরভাবে শোকাহত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk