National

একজোট ভারত-সৌদি আরব, নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা

Published by
News Desk

সন্ত্রাসবাদকে যেসব দেশ মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত সফররত সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কেন্দ্র করে বুধবার বৈঠকে বসে ২ দেশ। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সন্ত্রাসবাদী কার্যকলাপে যেসব দেশ মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে সৌদি আরব ও ভারত যৌথভাবে সবরকম চাপ তৈরি করবে।

সৌদি যুবরাজকে স্বাগত জানাচ্ছেন রাষ্ট্রপতি, সঙ্গে প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

পুলওয়ামায় জঙ্গি হানাকে নৃশংসতা বলে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী জানান, মানবতার বিরুদ্ধে এ এক ভয়ংকর আক্রমণ। অবিলম্বে সন্ত্রাসবাদী পরিকাঠামো, সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের ধ্বংস করা দরকার। শিক্ষা দেওয়া দরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে একটি রূপরেখা তৈরির ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। যাতে দেশের যুব সমাজ সন্ত্রাসবাদীদের ফাঁদে পা না দেয়।

সৌদি যুবরাজকে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

প্রধানমন্ত্রী বলেন, তিনি খুশি যে সৌদি আরব ও ভারত একইভাবে এই বিষয়ে ভাবছে। অন্যদিকে সৌদি আরবের যুবরাজ বলেন, সন্ত্রাসবাদকে দমন করতে তাঁর দেশ ভারতের পাশে আছে। এই কাজে গোয়েন্দা রিপোর্টের পারস্পরিক আদানপ্রদানেরও প্রতিশ্রুতি দেন তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk