National

রাস্তার ধারে দাঁড় করানো ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৫

Published by
News Desk

রাস্তার ধারে দাঁড় করানো ট্রাকে ধাক্কা মেরে ২ দিন আগেই একটি গাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয়েছে। এ যেন তারই পুনরাবৃত্তি। এবারও সেই ৫ জনেরই মৃত্যু। এবারও সেই রাস্তার ধারে দাঁড় করানো ট্রাকে ধাক্কা। এবারও প্রবল গতির গাড়ি দুমড়ে মুচরে দলা পাকিয়ে গেল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার আমস এলাকার নবগট গ্রামের কাছে।

প্রতীকী ছবি

পুলিশ জানাচ্ছে, এদিন ভোরে একটি গাড়িতে একই পরিবারের ৫ জন যাত্রা করছিলেন। তাঁদের মধ্যে ৩ জন মহিলা। গাড়িটি বেশ গতিতেই ছিল। এই সময় রাস্তার ধারে দাঁড় করানো একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান চালক। গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাকে। সংঘর্ষের জেরে দলা পাকিয়ে যায় গাড়িটি। গাড়িতে থাকা ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে।

প্রতীকী ছবি

পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতরা সকলেই ঔরঙ্গাবাদ জেলার লবদনা গ্রামের বাসিন্দা। তাঁরা ঝাড়খণ্ডের বোকারোতে যাচ্ছিলেন। কিন্তু পথেই মৃত্যু হল তাঁদের। দুর্ঘটনার কথা মৃতদের পরিবার পরিজনদের জানায় পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk