National

স্কুলের সামনে আইইডি বোমা, অল্পের জন্য বাঁচল বহু ছাত্র

Published by
News Desk

স্কুলে তখন ছাত্ররা রয়েছে। এই ক্যাথলিক স্কুলের কাছেই আবার মণিপুর বিশ্ববিদ্যালয়। স্কুল, কলেজ পাড়া। মণিপুরের রাজধানী শহর ইম্ফলের এই কাঞ্চিপুর এলাকা থেকেই উদ্ধার হল একটি আইইডি বোমা। একটি স্টিলের কৌটোয় আইইডি রাখা ছিল। খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হন বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। তাঁরা কাছের একটি ধানি জমিতে খুব অল্প মাত্রায় সেটিকে বিস্ফোরণ করিয়ে দেন। যার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এখনও কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণ হলে ব্যাপক ক্ষতি হতে পারত। ঘটনার পরই স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়। মোতায়েন করা হয় সুরক্ষাবাহিনী। তবে স্কুলের চত্বরে কোনও সুরক্ষা কর্মী মোতায়েন হয়নি বলে জানিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত গত বুধবারই জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার নারবাল গ্রামে ফালাই-এ-মিলাত নামে একটি বেসরকারি স্কুলে এক তীব্র বিস্ফোরণ হয়। যার জেরে ২৮ জন পড়ুয়া আহত হয়। ক্ষতি হয় স্কুলের। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে অভিভাবকদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk