গত মঙ্গলবার রাত। প্রকৃতির ডাকে সাড়া দিতে এক বান্ধবীর সঙ্গে বাড়ির কাছে মাঠে দিয়েছিল ১৭ বছরের এক কিশোরী। অভিযোগ সেখানে রাতের অন্ধকারে হাজির হয় ওই কিশোরীরই প্রতিবেশি যুবক সাধু। তার বান্ধবীর সামনেই ওই কিশোরীকে টেনে একটি নির্জন জায়গায় নিয়ে যায় সে। তারপর সেখানে তার শ্লীলতাহানি করে।

ওই কিশোরীর বান্ধবী ছুটে এসে খবরটা গ্রামে দেয়। সকলে ছোটেন সেখানে। কিন্তু ততক্ষণে চম্পট দিয়েছে সাধু। ওই কিশোরী বাড়ি ফেরে। কিন্তু এই অপমান সে মেনে নিতে পারেনি। বাড়ি ফিরেই ঘরের দরজা বন্ধ করে দেয় সে। তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঝলসে মৃত্যু হয় তার। একথা জানিয়েছে পুলিশ। এমন এক মর্মান্তিক ঘটনায় উত্তরপ্রদেশের পিনাহাট শহরের কাছে ওই গ্রামের বাসিন্দারা একাধারে ক্ষুব্ধ ও শোকস্তব্ধ।

গ্রামবাসীদের অভিযোগ ওই কিশোরীকে গত ৮ মাস ধরে বিভিন্ন সময় উত্যক্ত করছিল সাধু। বছর ২৫-এর সাধু বিবাহিত। তার একটি কন্যা রয়েছে। তা সত্ত্বেও ১৭ বছরের এই কিশোরীকে উত্যক্ত করা ছাড়েনি সে। অবশেষে মঙ্গলবার রাতে শ্লীলতাহানি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সাধুর খোঁজ শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)













