রাফাল চুক্তি নিয়ে কংগ্রেসের প্রবল আক্রমণ সামলাতে হিমসিম কেন্দ্রীয় সরকার অক্সিজেন পেল কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল রিপোর্ট বা সিএজি রিপোর্টে। সিএজি রিপোর্টে সাফ জানানো হয়েছে যে রাফাল চুক্তি করতে পূর্বতন ইউপিএ সরকার যে দরদাম করেছিল, তার চেয়ে এনডিএ সরকার কম দামে রাফাল চুক্তি সই করেছে। ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কিনতে ২.৮৬ শতাংশ কম দামে চুক্তি সম্পূর্ণ করেছে কেন্দ্রের এনডিএ সরকার।

খোদ সিএজি রিপোর্টে এমন তথ্য সামনে আসার পর অনেকটাই স্বস্তি পেয়েছে মোদী সরকার। যেভাবে কংগ্রেসের আক্রমণে তারা কোণঠাসা হয়ে পড়ছিল তা থেকে ঘুরে দাঁড়ানোর মত পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার লোকসভার বাজেট অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় রিপোর্টটি পেশ করা হয়।

রিপোর্টে অবশ্য রাফাল চুক্তি অনুযায়ী বিমানের দাম কত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এদিন সিএজি রিপোর্ট সামনে আসার পরই ট্যুইট করে কংগ্রেসকে একহাত নেন অরুণ জেটলি। রিপোর্ট সামনে আসার পর কংগ্রেসকে পাল্টা আক্রমণের সুযোগ যে বিজেপি হাতছাড়া করবে না মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)













