National

রাজীব কুমার ও কুণাল ঘোষকে ফের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

Published by
News Desk

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ও তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে রবিবারের পর সোমবারও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। শিলংয়ে সোমবার নিয়ে ৩ দিন ধরে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। অন্যদিকে রবিবার থেকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে কুণাল ঘোষও। ২ জনকেই সারদা মামলায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই।

শিলংয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাজীব কুমার, ছবি – আইএএনএস

২০১৩ সালে কুণাল ঘোষকে গ্রেফতার করে সারদা মামলার তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই সিট-এর মাথা ছিলেন রাজীব কুমার। কুণাল ঘোষ শিলংয়ে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগেই জানিয়েছিলেন তাঁকে সিবিআই ডেকে পাঠিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি সিবিআইকে এই তদন্তে সবরকম সাহায্য করবেন।

ফাইল ছবি

এঁদের ২ জনকে সোমবার মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরও সিবিআই নিশ্চিত নয় যে আরও কতদিন তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এদিকে কুণাল ঘোষ বলেছেন, যে পুলিশ আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। এটা তাঁর কাছে নৈতিক জয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk