National

কনকনে ঠান্ডায় কাবু ‘দেবভূমি’

Published by
News Desk

পাহাড়ি এলাকাগুলো টানা তুষারপাতে সাদা হয়ে গেছে। পাহাড়ের ঢাল থেকে গাছপালা, বাড়িঘর, মন্দির, রাস্তাঘাট সব বরফের পুরু চাদরের তলায় চলে গেছে। রাস্তায় দাঁড়ানো গাড়িগুলো বরফের পুতুলে পরিণত হয়েছে। নতুন করে এমন তুষারপাতে বেকাবু স্বাভাবিক জনজীবন। এমনই অবস্থা দেবদেবীর ভূমি বা দেবভূমি হিসাবে পরিচিত ভারতের রাজ্য উত্তরাখণ্ড।

তুষারশুভ্র কেদারনাথ মন্দির চত্বর, ছবি – আইএএনএস

উত্তরাখণ্ডের অধিকাংশ এলাকাই পাহাড়ের কোলে অবস্থিত। পাহাড়ের পাদদেশ বা সমতল এলাকায় আবার তুষারপাত কম হয়েছে। সেখানে চলছে প্রবল বৃষ্টি। উচ্চভূমিতে তুষারপাত আর সমতলে বৃষ্টি এক ধাক্কায় উত্তরাখণ্ডের পারদ অনেকটা নামিয়ে দিয়েছে। কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য।

ফাইল : তুষারস্নাত কেদারনাথ মন্দির চত্বর, ছবি – আইএএনএস

বুধবার রাত থেকেই গাড়োয়াল হিলসের অন্তর্গত কেদারনাথ ও বদ্রিনাথে প্রবল তুষারপাত শুরু হয়। একটানা তুষারপাত হয় পিথোরাগড় জেলাতেও। চামোলি, রুদ্রপ্রয়াগের মত জায়গাগুলোতে সব স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজধানী দেরাদুনে বুধবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে। যা পারদ অনেকটাই নামিয়ে দিয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk