National

ধর্মঘটে ২০ লক্ষ সরকারি কর্মী

Published by
News Desk

পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবিতে বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটে সামিল হলেন উত্তরপ্রদেশের ২০ লক্ষ রাজ্য সরকারি কর্মচারি। ফলে রাজ্য জুড়ে কার্যত রাজ্য সরকারি কাজকর্ম লাটে উঠেছে। উত্তরপ্রদেশের যোগী সরকারের নতুন পেনশন প্রকল্পে সরকারের দেয় অর্থের পরিমাণ ৪ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ ১০ শতাংশ থেকে ১৪ শতাংশ করা হয়েছে। ফলে রাজ্য সরকারি কর্মীদের জন্যও দেয় অর্থ ৪ শতাংশ বেড়েছে। এটা কিছুতেই মেনে নিচ্ছেন না রাজ্য সরকারি কর্মচারিরা।

সরকারি কর্মচারিদের ক্ষোভ সমালাতে প্রথমে কর্মচারি ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করে সরকার। কিন্তু বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বার হয়নি। এদিকে রাজ্যে আবশ্যিক পরিষেবা যাতে থমকে না যায় যেজন্য যোগী সরকার এসমা-ও জারি করেছে। কিন্তু তাতেও এদিনের ধর্মঘট আটকানো যায়নি।

প্রতীকী ছবি

এদিনের রাজ্য জুড়ে সরকারি কর্মচারিদের ধর্মঘটে রাজ্যের দেড়শোটি কর্মী সংগঠন অংশ নিয়েছে। এই এককাট্টা আন্দোলনের জেরে কার্যত সুনসান সব সরকারি দফতর। সব অফিসের সামনেই চলেছে কর্মীদের বিক্ষোভ কর্মসূচি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk