National

প্রেমিকের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৫

Published by
News Desk

বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই তরুণী। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক। এক বন্ধুর বাড়ির সামনেই অন্য বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। ঠিক সেই সময়েই সেখানে হাজির হয় ৫ যুবক। আচমকাই তারা ঝাঁপিয়ে পড়ে ওই তরুণীর ওপর। প্রথমেই তরুণীর হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয় তারা। তারপর তাঁকে তাঁর প্রেমিক সহ বন্ধুদের সামনে থেকে তুলে নিয়ে যায় একটি ফাঁকা জায়গায়। সেখানে দফায় দফায় ওই ৫ যুবকের হাতে গণধর্ষণের শিকার হন ওই তরুণী।

গত বুধবার ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের বুন্দু এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই ৫ যুবকের খোঁজ শুরু করে। অবশেষে তাদের বৃহস্পতিবার গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk