National

মরু রাজ্যে উপনির্বাচন জিতে সেঞ্চুরি হাঁকাল কংগ্রেস

Published by
News Desk

রাজস্থানের রামগড়ে হওয়া উপনির্বাচনেও বিজেপিকে পরাস্ত করল কংগ্রেস। বিজেপি প্রার্থীকে ১২ হাজার ২২৮ ভোটে পরাজিত করে এই বিধানসভা কেন্দ্র জিতে নেন কংগ্রেস প্রার্থী সাফিয়া খান। এই জয়ের ফলে রাজস্থানের ২০০ আসনের বিধানসভায় ১০০ আসন দখল করল কংগ্রেস। বিধায়ক সংখ্যায় সেঞ্চুরি হাঁকাল তারা।

এরই সঙ্গে কমল শরিকদের প্রতি অবলম্বন। যদিও রাজস্থানে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কংগ্রেসের ঝুলিতে ১০১টি আসন থাকা দরকার। এখন রইল ১০০টি আসন।

গত ৭ ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেও ভোটের কথা থাকলেও ভোটের আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিএসপি প্রার্থীর। ফলে এই কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়। এই কেন্দ্রে উপনির্বাচনে এদিন জয় পেল কংগ্রেস।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk