National

স্কুলে পতাকা উত্তোলনের সময় ছাত্র-শিক্ষকদের ওপর ছিঁড়ে পড়ল হাই টেনশন তার

Published by
News Desk

প্রজাতন্ত্র দিবসে প্রায় সব স্কুলে পতাকা উত্তোলন হয়। হাজির থাকেন শিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলেই। উত্তরপ্রদেশের মাউ জেলার কোহিনূর গ্রামের মাতা সঞ্জাফি দেবী স্কুলেও পতাকা উত্তোলনের জন্য এক জায়গায় জড়ো হয়েছিলেন শিক্ষক থেকে ছাত্র সকলেই। পতাকা তোলা হচ্ছিল। ঠিক সেই সময়েই ঘটে যায় বিপত্তি। স্কুলের ওপর দিয়ে যাওয়া হাই টেনশন বিদ্যুতের তার যায় ছিঁড়ে। আর তা এসে আছড়ে পড়ে স্কুলের প্রধান শিক্ষক ও ৩ ছাত্রের ওপর। অন্যরা ভয়ে সরে যান।

আহত দগ্ধ অবস্থায় ৪ জনকেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। তবে চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন এঁরা আহত হলেও তাঁদের প্রাণহানির সম্ভাবনা নেই। কেন এভাবে তার ছিঁড়ে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk