National

বক্স খাটের মধ্যে থেকে উদ্ধার যুবতীর দেহ

Published by
News Desk

পাশের বাড়ির লোকজনের প্রথমে সন্দেহ হয়। যেখান থেকে গন্ধ আসছে সেই বাড়ি বন্ধ। কেউ নেই। এদিকে দুর্গন্ধে টেকা দায় হচ্ছে। অগত্যা তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরে ঢুকে বক্স খাটের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধার করে। বছর ২৫-এর ওই যুবতীর নাম ববিতা। তিনি তাঁর স্বামীর সঙ্গে ওই ঘরে থাকতেন। এদিকে মৃতার স্বামী পেশায় ট্যাক্সিচালক রাজেশ গত সোমবার থেকেই উধাও। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৪৬ এলাকায়। এখানেই একটি ঘর ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী থাকতেন।

পুলিশ রাজেশের খোঁজ শুরু করেছে। তবে এই মৃত্যুর পিছনে রাজেশেরই হাত আছে কিনা সে বিষয়ে এখনও পুলিশ নিশ্চিত নয়। তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk