National

মন্দিরের প্রসাদ খেয়ে মৃত যুবতী

Published by
News Desk

প্রসাদ খেয়ে মৃত্যু হল এক ২৮ বছরের যুবতীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সেইসঙ্গে ওই একই প্রসাদ খেয়ে আরও ৯ জন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এদের মধ্যে ২ জন শিশু রয়েছে। এই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিক্কাবালাপুরা জেলার চিন্তামণি শহরে। এখানেই রয়েছে গঙ্গাম্মা মন্দির। ভক্তের ভিড় মন্দিরে লেগেই থাকে। এখানেই প্রসাদ খেয়ে মৃত্যুর ঘটনা চমকে দিয়েছে সকলকে।

ঘটনার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর দফতর থেকেই জানানো হয়। এটা পরিস্কার নয় যে প্রসাদ থেকে কীভাবে বিষক্রিয়া হল, যা একজনের মৃত্যু পর্যন্ত ডেকে আনল। তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk