National

নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, জারি কার্ফু

Published by
News Desk

নেতাজির ১২৩ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান চলছিল ওড়িশার কেন্দ্রাপাড়া গভর্নমেন্ট হাইস্কুলে। সেই অনুষ্ঠান চলাকালীনই গত বুধবার ২টি গোষ্ঠীর‌ মধ্যে সংঘর্ষ শুরু হয়। নেতাজিকে অসম্মান করা হয়েছে এই অভিযোগকে সামনে রেখে ২ গোষ্ঠীর সংঘর্ষ ক্রমশ তীব্র আকার নেয়। পুলিশের সামনেই চলে ২ পক্ষের মধ্যে পাথরবর্ষণ। এই অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রাপাড়া শহর থমথম করছে। বন্ধ ছিল দোকানপাট। বন্ধ অফিস, স্কুল, কলেজও। সংঘর্ষের কথা মাথায় রেখে অবস্থা যাতে আরও জটিল আকার না নেয় সেজন্য বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত কেন্দ্রাপাড়া শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সন্ধে নামার পর যাতে অন্ধকারকে কাজে লাগিয়ে অশান্তি ভয়ংকর চেহারা না নেয় সেজন্যই এই কার্ফু জারি করা হয়েছে বলে প্রশাসনের তরফে পরিস্কার করা হয়েছে। থমথমে শহরেও একটা চাপা উত্তেজনা কাজ করছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk