ফাইল : জম্মু কাশ্মীরে প্রবল তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, ছবি - আইএএনএস
একটানা তুষারপাত ও বৃষ্টির জেরে টানা ৪ দিন বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে। বৃহস্পতিবার সকালে ফের নতুন করে তুষারপাত হয়েছে বানিহাল সেক্টরে। ফলে রাস্তার ওপর এখন বরফের পুরু আস্তরণ। বরফের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে রয়েছে। ফলে এই পথে এখনই যান চলাচল শুরু করা সম্ভব হচ্ছেনা। তবে পথে যে টানেলগুলি পরে সেগুলি সাফ করে দিয়েছে প্রশাসন।
এদিকে এদিন সকাল থেকে ফের কাশ্মীর উপত্যকায় তুষারপাত শুরু হয়েছে। তবে আগের দিনগুলোর মত অত বেশি না হলেও তুষারপাত হয়েছে। বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। তবে ক্রমশ অবস্থা বদলাবে। আগামী কয়েকদিন উপত্যকা শুকনো থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)