National

রাজপথে পুড়ে ছাই ২টি গাড়ি, ভিতরে ঝলসে মৃত ৩ আরোহী

Published by
News Desk

একদিক থেকে ছুটে আসছিল একটি ইকো স্পোর্টস গাড়ি। অন্যদিক থেকে আসছিল একটি মারুতি ওমনি। পুলিশ জানাচ্ছে, স্পোর্টস গাড়িটি তার তীব্র গতিতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে ওমনিটায়। ভয়ংকর সংঘর্ষ ঘটে রাজপথে। কিন্তু সেখানেই শেষ নয়। সংঘর্ষের পরই ২টি গাড়িতে আগুন ধরে যায়। যা দ্রুত ২টি গাড়িকে সম্পূর্ণ গ্রাস করে। স্থানীয় লোকজন ও কাছে থাকা পুলিশকর্মীরা হাতে হাত লাগিয়ে ২টি গাড়িতে থাকা আরোহীদের টেনে বার করে আনেন। কিন্তু তাতেও ৩ জনের মৃত্যু ঠেকানো যায়নি।

আগুনে ঝলসে মৃত্যু হয় ইকো স্পোর্টস গাড়ির চালক ২১ বছরের অক্ষয় জৈন ও ৩০ বছরের গর্ব সেহগালের। মৃত্যু হয় ওমনির আরোহী ২৮ বছরের শামসাদেরও। ওমনির ২ অন্য আরোহীকে জীবন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধে ৬টা ২০তে। পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকায় ঘটা এই ঘটনায় ভর সন্ধেয় আতঙ্ক ছড়ায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk