National

সাতসকালে রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা, অগ্নিগর্ভ এলাকা

Published by
News Desk

প্রাতঃভ্রমণে বার হওয়া তাঁর পুরনো অভ্যাস। রোজ সকালেই বেশ কিছুক্ষণ হাঁটেন তিনি। বৃহস্পতিবার ভোরেও তার অন্যথা হয়নি। কিন্তু হাল্কা কুয়াশা মাখা শীতের ভোরেই ২ বাইক আরোহীর ছোঁড়া গুলিতে মৃত্যু হল তাঁর। ২ বাইক আরোহী তাঁকে খুব কাছ থেকে গুলি করে এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তিনি লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র পোড় খাওয়া নেতা রঘুবর রাই। ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর জেলায়। এভাবে তাঁদের নেতাকে হত্যার ঘটনায় পথে নেমে ক্ষোভ উগরে দেন আরজেডি কর্মীরা। এলাকা জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।

দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সমস্তিপুর-দ্বারভাঙ্গা রোড অবরোধ করেন আরজেডি সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk