Categories: National

প্রয়াত লালকৃষ্ণ আডবাণীর স্ত্রী কমলা আডবাণী

Published by
News Desk

মারা গেলেন প্রবীন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর স্ত্রী কমলা আডবাণী। বুধবার দিল্লিতে মৃত্যু হয় তাঁর। এদিন হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গত বছর নভেম্বরেও বয়সজনিত শারীরিক সমস্যার কারণে কমলা দেবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৫১ বছরের বিবাহিত জীবনে বিভিন্ন সময়ে স্বামীর কেরিয়ারের উৎরাই চড়াইয়ের সঙ্গী ছিলেন তিনি। স্ত্রীর মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন লালকৃষ্ণ আডবাণী। কমলা আডবাণীর মৃত্যুর খবর পাওয়ার পর বিজেপির বহু নেতানেত্রী লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করে তাঁকে সমবেদনা জানান। ট্যুইটে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Share
Published by
News Desk