National

কয়লা চুরি করতে গিয়ে খনিতেই সমাধি ২ ব্যক্তির

Published by
News Desk

কয়লাখনি থেকে বেআইনিভাবে কয়লা তোলা নতুন কিছু নয়। তেমনই কাণ্ড হচ্ছিল ঝাড়খণ্ডের নিরসায় ইস্টার্ন কোল ফিল্ডসের কয়লাখনিতে। আর সেখানেই ঘটে গেল অঘটন। অভিযোগ, বেশ কয়েকজন ওই কয়লাখনিতে থেকে কয়লা চুরি করছিল। আর সেই সময় আচমকাই খনির একটা অংশে ধস নামে। ধসের তলায় চাপা পড়ে যায় কয়েকজন।

ঘটনা ঘটার পরই গ্রামবাসীরা চেষ্টা করেন চাপা পড়া মানুষজনকে উদ্ধার করতে। পুলিশও হাজির হয়। পরে ধসের তলা থেকে শিবা দঙ্গল ও দীনেশ পাসোয়ান নামে ২ ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনও বেশ কয়েকজন ধসের নিচে আটকে আছে বলে মনে করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk