National

দোকানে খেতে গিয়ে ঝগড়া, বন্ধুকে কুপিয়ে হত্যা করল অন্য বন্ধু

Published by
News Desk

৫ বন্ধু গিয়েছিলেন খেতে। গত রবিবার রাত তখন প্রায় ১১টা ২০। দিল্লির কাশ্মীরি গেট এলাকার একটি দোকানে বসে চলছিল খাওয়া দাওয়া। খেতে খেতেই ৫ জনের মধ্যে ২ বন্ধুর মধ্যে ঝগড়া লাগে। হরিশ ও শরদের ঝগড়া ক্রমশ চড়া হতে থাকে। তারপর তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ এই সময় হরিশ তার বন্ধু শরদের ঘাড়ে একটা ছুটি নিয়ে কোপ বসিয়ে দেয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শরদ। দ্রুত তাঁকে বড় হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরই পালায় হরিশ। উত্তর দিল্লির একটি জায়গায় লুকিয়ে ছিল সে। কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে পারেনি। সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk