National

নদীর ধারে মিলল হাতির দেহ, উধাও দাঁত

Published by
News Desk

স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে জাওয়া নদীর ধার থেকে একটি পূর্ণ বয়স্ক হাতির দেহ উদ্ধার করল বনদফতর। হাতিটির বুকে গুলির ক্ষত রয়েছে। যখন হাতির দেহটি উদ্ধার করা হয় তখন তার দাঁত ২টি ছিলনা। তা আগেই কেটে নেওয়া হয়েছিল। বন দফতরের ধারণা হাতিটিকে হত্যা করেছে চোরা শিকারিরা। আর তা হাতির দাঁতের জন্য। তবে গ্রামবাসীরাও হাতিটিকে হত্যা করে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামৌ জেলার জাওয়া নদীর ধারে। সেই জাওয়া নদী যা হাতির পালের যাতায়াতের পথ বলেই সুপরিচিত। ঝাড়খণ্ডে হাতির পালের উপদ্রব আছে। হাতির পাল গ্রামে ঢুকে ফসল নষ্ট করে। মানুষ মারে। এই অবস্থায় হাতির ওপর রাগ রয়েছে অনেক গ্রামবাসীরই। তাই এ কাজ গ্রামবাসীদেরও হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে একটা বিষয় বনদফতরকে ভাবাচ্ছে। আর তা হল হাতির দাঁত উধাও হওয়া। গ্রামবাসীরা মেরে থাকলে হাতির দাঁতটি এভাবে কেটে নিত কী? প্রশ্নটা ভাবাচ্ছে তাঁদের। ঠিক কীভাবে ওই হাতির মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk