National

গাড়িতে চড়ার সময় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Published by
News Desk

বিহারে পরপর ব্যবসায়ী হত্যা নিয়ে সরগরম ছিল গোটা দেশ। বিহারের মতই এবার ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের অর্থনৈতিক রাজধানী ইন্দোরে সন্দীপ আগরওয়াল নামে বছর ৩৮-এর এক ব্যবসায়ীকে বুধবার রাতে গুলি করে চম্পট দেয় আততায়ী। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানাচ্ছে, সন্দীপ আগরওয়াল বিজয় নগর এলাকায় তাঁর অফিস থেকে গত বুধবার রাতে বেরিয়ে নিজের গাড়ির দিকে আসছিলেন। গাড়িতে উঠতে যাওয়ার আগেই তাঁকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায় এক দুষ্কৃতি।

ব্যবসায়ী সন্দীপ আগরওয়ালকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসা সংক্রান্ত গণ্ডগোলের জেরেই সন্দীপকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk