National

ঘন কুয়াশার জেরে দেখতে না পেয়ে ট্রাক-গাড়ির সংঘর্ষ, মৃত ৪

Published by
News Desk

বৃহস্পতিবার সকাল। ব্রিজের ওপর তখন ঘন কুয়াশা। তলানিতে দৃশ্যমানতা। কিছুটা দূরেই কিছু দেখা যাচ্ছেনা। সেই সময় একটি ট্রাক ছুটে আসছিল একদিক থেকে। অন্যদিক থেকে আসছিল একটি গাড়ি। কুয়াশার কারণে সামনে কি রয়েছে তা স্পষ্ট ছিলনা ২ চালকেরই। যার ফল হল মারাত্মক। একেবারে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাক ও গাড়িটির। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ রাখতে পারেননি ট্রাক চালক। ফলে ট্রাকটি গিয়ে ধাক্কা মারে একটি বাইকেও।

ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। এই ঘটনায় ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ৪ জনের মধ্যে ৩ জন গাড়িতে ছিলেন। চতুর্থজন বাইক আরোহী। যে বাইকটিতে ট্রাকটি দুর্ঘটনার পর ধাক্কা মারে। ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk