National

ডেপুটি স্পিকারের কনভয়ে ঢুকে পড়ল ট্রাক, মৃত ৪

Published by
News Desk

রাতের অন্ধকার তখনও কাটেনি। ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার থেকে লানজি ফিরছিলেন মধ্য প্রদেশের ডেপুটি স্পিকার হিনা কাওরে। কনভয়ের মধ্যে ছিল ডেপুটি স্পিকারের গাড়ি। সোমবার সকালে হিনা কাওরে সাংবাদিকদের জানান, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। রাস্তায় প্রবল গতিতে একটি ট্রাক উল্টোদিক থেকে ছুটে আসছিল। সেই গতিতেই সোজা তাঁর কনভয়ের মধ্যে ঢুকে পড়ে সেটি। যার জেরে পুলিশের গাড়ি ধাক্কা খায়।

এই ঘটনায় ১ জন সাবইন্সপেক্টর, ১ জন হেডকনস্টেবল, ১ জন কনস্টেবল ও গাড়ির চালকের মৃত্যু হয়। আহত ১ পুলিশ আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক। হিনা কাওরের গাড়িটিও ধাক্কা খেত। কিন্তু অল্পের জন্য তার পাশ দিয়ে চলে যায় ঘাতক ট্রাকটি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk