প্রতীকী ছবি
প্রতি পরিবার পিছু একজন করে পাবেন চাকরি। দেশ জুড়ে এই কর্মসংস্থানের ঘাটতির পরিস্থিতিতে কোনও রাজ্য সরকারের এই প্রতিশ্রুতি কিন্তু সে রাজ্যে সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। আর সেটাই করলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। সিকিমের প্রতিটি পরিবারের একজনের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। শনিবার পালজোর স্টেডিয়ামে ‘রোজগার মেলা ২০১৯’ থেকে এই ঘোষণা করেন তিনি। জানান সিকিমের ৩২টি বিধানসভা কেন্দ্রই এই প্রকল্পের আওতাভুক্ত।
এই চাকরি কী সবই সরকারি চাকরি? এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। চামলিং জানিয়েছেন আপাতত সরকারি দফতরে অস্থায়ী কর্মী হিসাবে মিলবে নিয়োগপত্র। আগামী ৫ বছরের মধ্যে সবকিছু নিয়মিত করা হবে। আপাতত ১২টি সরকারি দফতরে এই অস্থায়ী চাকরি পাচ্ছেন রাজ্যের যুবক যুবতীরা। দেশ জুড়ে কর্মসংস্থান নিয়ে হাহাকারের জামানায় এ এক অনন্য সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)