National

বিজেপির দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর

Published by
News Desk

রাতের অন্ধকারে বিজেপির একটি দলীয় কার্যালয় তছনছ করে দিল একদল দুষ্কৃতি। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে এই তাণ্ডব বলে মনে করা হচ্ছে। অসমে এই বিলকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। ঐক্য সেনা অসম নামে একটি সংগঠন জোরদার আন্দোলনে নেমেছে। তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। অসমের পলাশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শুধু বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের কুশপুতুলও দাহ করেন একদল বিক্ষোভকারী। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে জাতীয় সড়কও অবরোধ করেন তাঁরা। পরে অবরোধ হটিয়ে অবরোধকারীদের গ্রেফতার করে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk