National

ট্রেক করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত যুবক

Published by
News Desk

ট্রেকিংয়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুম্বইয়ের এক যুবকের। মৃতের নাম দাভাল সুরেশ শাহ। জম্মু কাশ্মীরের লেহ জেলার টিব গুহার কাছে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে ভারতীয় বায়ুসেনার উদ্ধারকারী দল। দুর্গম ওই স্থান থেকে তাঁর দেহ উড়িয়ে আনা হয়। চিকিৎসকদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।

জম্মু কাশ্মীর জুড়েই এবার প্রবল ঠান্ডা। লেহ-তে দীর্ঘদিন ধরেই তাপমাত্রার পারদ মাইনাসে রয়েছে। কনকনে ঠান্ডার মধ্যেই ট্রেকিং করতে সেখানে গিয়েছিলেন সুরেশ। কিন্তু বাড়ি ফেরা হলনা। তাঁর দেহ প্রয়োজনীয় নিয়ম পালনের পর তাঁর পরিবারের হাতে তুলে দেবে সেনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk