National

গ্রামে জোড়া পাইথন, আতঙ্ক, হৈচৈ

Published by
News Desk

গ্রামের মধ্যে ঢুকে পড়েছে জোড়া পাইথন। কয়েকজন গ্রামবাসীর বিষয়টি চোখে পড়ার পরই তা হাওয়ার বেগে সারা গ্রামে ছড়িয়ে পড়ে। ছড়ায় আতঙ্ক। শুরু হয় হৈচৈ। দ্রুত খবর দেওয়া হয় বন বিভাগে। বন বিভাগের কর্মীরা দ্রুত সেখানে হাজির হন। তারপর বেশ কিছুক্ষণের চেষ্টায় পাকড়াও করেন ৮ ফুট ও ৫ ফুট লম্বা ২টি পাইথনকে। তাদের ধরে নিয়ে যান তাঁরা। পরে গভীর জঙ্গলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে আগ্রা জেলার কুকথালা গ্রামে। গ্রামটি জঙ্গল লাগোয়া। ফলে এর আগেও এই গ্রামে পাইথনের দেখা মিলেছিল। প্রসঙ্গত গত সপ্তাহেই আগ্রার কাছে একটি গ্রামে দেখা মেলে জোড়া পাইথনের। যদিও সেই পাইথন ২টি চেহারায় অনেক বড় ছিল। বনকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার যে ২টি পাইথনকে গ্রাম থেকে ধরা হয় সেগুলি ভারতীয় রক পাইথন গোষ্ঠীর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk