National

চুরি করে পালানোর সময় ৯ তলা থেকে পড়ে মৃত চোর

Published by
News Desk

চুরি করা হয়ে গিয়েছিল। কিন্তু পালানো হলনা। একটি বহুতলের ৯ তলা থেকে পা হড়কে পড়ে মৃত্যু হল যুবকের। পুলিশের প্রাথমিক ধারণা সে চুরি করতেই এসেছিল। দেহের পাশ থেকে বেশ কিছু গয়না, কিছু নগদ ও একটি পিপার স্প্রে মিলেছে। পুলিশের ধারণা এগুলিই বুঝিয়ে দিচ্ছে সে চুরি করতে এসেছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবক বাড়ির পিছন দিক দিয়ে ৯ তলায় পৌঁছয়। কিন্তু ফেরার সময় ৯ তলা থেকে সম্ভবত পা হড়কে যায়। সোজা এসে পড়ে একতলায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদ শহরের অম্বাজি আবাসনে। স্থানীয় মানুষজনই যুবককে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ওই যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk