National

মৃত অবস্থায় বাড়ি থেকে উদ্ধার পরিবারের ৫ সদস্য

Published by
News Desk

এক রাতে রহস্যজনকভাবে মৃত্যু হল গোটা পরিবারের। ৫ সদস্যের পরিবারটি মঙ্গলবার বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় প্রতিবেশিদের। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে গোটা পরিবারকে ঘরে মৃত অবস্থায় দেখতে পায়। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ মৃতদের দেহে কোনও আঘাতের চিহ্ন খুঁজে পায়নি। তবে তাঁদের দেহের পাশ থেকে অর্ধেক খালি দুধের গ্লাস মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে সকলের। ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞেরা নমুনা সংগ্রহ করেছেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট জেলার বেণিপুর গ্রামে। এখানেই স্ত্রী, ছেলে, বৌমা ও মেয়েকে নিয়ে বাস করতেন অবসরপ্রাপ্ত রেলকর্মী বেগরাজ। প্রতিবেশিদের দাবি, এঁরা সকলেই রাতের খাওয়া দাওয়া সেরে শুতে যান। কিন্তু বেলা পর্যন্ত তাঁদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের সন্দেহ হয়। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk