কর্ণাটকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বভারতীয় বন্ধে তেমন প্রভাব চোখে পড়লনা। শ্রমিক সংগঠনগুলি বিভিন্ন জায়গায় মিছিল বার করে বন্ধের সমর্থনে সোচ্চার হলেও অধিকাংশ দোকানপাট ছিল খোলা। রাজ্য জুড়ে যানবাহনও চলেছে ঠিকঠাকই। তবে বেঙ্গালুরুতে বন্ধের প্রভাব কিছুটা হলেও পড়েছে পরিবহণে। বেঙ্গালুরুতে সরকারি বাস চলে ৩ হাজার ২০০টি। তার মধ্যে এদিন চলেছে মাত্র ৮৫০টি বাস। গাড়িও ছিল কমই। ফলে বেঙ্গালুরুর রাস্তা দেখে কিছুটা বন্ধ বলে বোঝা গেছে।
বেঙ্গালুরু এ দেশের অন্যতম তথ্য প্রযুক্তি ক্ষেত্র। ২ হাজারের ওপর আইটি ফার্ম বেঙ্গালুরুতে রয়েছে। সেখানে কাজকর্ম হলেও রাস্তাঘাট ছিল সুনসান। অন্যদিকে এদিন পশ্চিমবঙ্গের অন্যতম তথ্য প্রযুক্তি তালুক সেক্টর ফাইভে কাজ হয়েছে অন্যান্য দিনের মতই। যানবাহনেও কোনও সমস্যা নজরে পড়েনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)













