National

বিজেডি-র রাজ্যে বন্‌ধের স্পষ্ট প্রভাব

Published by
News Desk

বাম ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশ জোড়া বন্‌ধের প্রভাব পড়ল পড়শি রাজ্য ওড়িশাতেও। ওড়িশার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হয়। বন্‌ধ সমর্থকেরা সকাল থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। ওড়িশার বিভিন্ন শহরেই এই বন্‌ধের প্রভাব পড়েছে। মানুষ রাস্তায় বেরিয়ে বাস বা অটো পাননি। অতি কম সংখ্যায় বাস চলাচল করেছে। ফলে চরম ভোগান্তির শিকার হন আমজনতা। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে এই বন্‌ধে সমর্থন জানিয়েছে বিজু জনতা দল। রাজ্যের শাসক দলের সমর্থন থাকায় বন্‌ধ আরও জোরদার হয়েছে। বন্‌ধে সমর্থন জুগিয়েছে কংগ্রেসও।

বিভিন্ন রেল স্টেশনে রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকেরা। ফলে ওড়িশা জুড়েই রেল চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। ওড়িশা জুড়েই এদিন দোকানপাট অনেক জায়গায় বন্ধ ছিল। বন্ধ ছিল ব্যবসায়িক কাজকর্মও। শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা প্রকল্প, রেল, ব্যাঙ্ক ও বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ রদ করা, বেকারদের চাকরি সহ ১২ দফা দাবিতে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধী তাঁদের এই আন্দোলন চলবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন ওড়িশায় সিটু-র সম্পাদক সৌরিবন্ধু কর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk