National

কংগ্রেস তবু কথা শুনত, বিজেপি কথাই শোনেনা, দাবি শ্রমিক নেতার

Published by
News Desk

শ্রমিকদের কথা শুনত কংগ্রেস। সেইমত ব্যবস্থা নিত। কিন্তু বিজেপি শ্রমিকদের কোনও কথাই শোনেনা। দেশ জুড়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ডাকা ২ দিন ব্যাপী সাধারণ ধর্মঘটের প্রথম দিনে এমনই দাবি করলেন শ্রমিক সংগঠন লেফট প্রগ্রেসিভ ইউনিয়নের সম্পাদক এম সম্মুগম। তামিলনাড়ুর এই শ্রমিক নেতা এদিন দাবি করেন কংগ্রেস ও বিজেপির অর্থনৈতিক নীতির মধ্যে এটাই পার্থক্য।

সম্মুগমের কথায় কিন্তু এটা স্পষ্ট যে বাম শ্রমিক সংগঠনের মনে কংগ্রেসের প্রতি যে সহানুভূতি রয়েছে তা বিজেপির প্রতি নেই। যা ২০১৯-এর আগে বিজেপির ভোট ব্যাঙ্কের জন্য খুব ভাল খবর নয়। যদিও কংগ্রেস ক্ষমতায় থাকাকালীনও বাম শ্রমিক সংগঠনকে ধর্মঘটে বারবার সামিল হতে দেখা গেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk