National

বন্‌ধের আংশিক প্রভাব পড়ল দাক্ষিণাত্যের এই রাজ্যে

Published by
News Desk

বাম শ্রমিক সংগঠনের ডাকে দেশ জুড়ে ২ দিনের ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল তামিলনাড়ুতে। এ রাজ্যে বামেদের খুব শক্তপোক্ত সংগঠন তেমন না থাকলেও এখানে বন্‌ধ কিন্তু প্রভাব ফেলতে পেরেছে। বাস চলাচল সাধারণ দিনের চেয়ে কিছুটা হলেও কম। ফলে তার প্রভাব জনজীবনে কিছুটা হলেও পড়েছে। শ্রমিক সংগঠন লেফট প্রগ্রেসিভ ইউনিয়নের সম্পাদক এম সম্মুগমের দাবি, খোদ চেন্নাইতেই প্রায় ৫০ শতাংশ বাস রাস্তায় নামেনি। অন্যান্য শহরে ৩০ থেকে ৪০ শতাংশ বাসের চাকা ঘোরেনি। সম্মুগমের আরও দাবি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত নির্মাণকর্মী ও অন্যান্য শ্রমিকরা এদিন বন্‌ধকে সমর্থন করে কাজে যোগ দেননি।

বন্‌ধের প্রভাব আংশিকভাবে পড়েছে ব্যাঙ্কিং ক্ষেত্রেও। যদিও ব্যাঙ্কের সংগঠনগুলি আগেই জানিয়েছিল এই বন্‌ধে তাদের দিক থেকে সমর্থন থাকবে। প্রভাব পড়েছে বীমা ক্ষেত্রেও। শ্রীপেরামপুদুরে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে বন্‌ধের প্রভাব রীতিমত পরেছে। এখানে বিভিন্ন জায়গায় শ্রমিকদের কাজ বন্ধ রেখে কেন্দ্রীয় নীতির প্রতিবাদে স্লোগান দিতে দেখা গেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk